রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৯ জুলাই ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শেয়ার

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের মৃত্যু


বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ

ময়মনসিংহের ভালুকা উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ মারা গেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনের নেতৃত্বে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ ১৯৭১ সালে রণাঙ্গনে সাহসী ভূমিকা পালন করেন। তিনি মেজর আফসার উদ্দিন আহমেদের অধীনে ১১ নং সেক্টরে একাধিক খণ্ডযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন।