
প্রসূন আজাদ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবা আজাদ হোসেন
ফেসবুক পোস্টে প্রসূন লেখেন, “আমার আব্বুকে কেউ রাস্তায়, হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখে থাকলে আমাদের সঙ্গে দয়া করে যোগাযোগ করবেন। তিনি গতকাল বিকেল চারটা থেকে নিখোঁজ। সঙ্গে মুঠোফোনও ছিল না।”
প্রসূনের বাবা আজাদ হোসেনের বাড়ি রাজধানীর মালিবাগে। ঘটনার সময় তিনি লুঙ্গি পরে বের হয়েছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, তিনি বাসার নিচে চা খেতে গিয়েছিলেন—যা তার নিয়মিত অভ্যাস।
নিখোঁজের সময় প্রসূনের মা শাহানা বেগম ও ছোট ভাই বাসায় ছিলেন। শাহানা বেগম নিজেও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। ঘটনার পর থেকে পরিবার অনেকটা সময় অপেক্ষা করলেও খোঁজ না পেয়ে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজাদ হোসেন দীর্ঘদিন পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন, এমনকি কিছুদিন আগে স্ট্রোকও হয় তার। ফলে তাঁকে বিশেষ যত্নে রাখা হচ্ছিল। প্রসূনের ভাষায়, “আমার আব্বু খুব প্রাণবন্ত, সবার সঙ্গে খোলা মনে কথা বলেন। কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই।”
প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর নাটক ও সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে, যদি কোথাও আজাদ হোসেনকে দেখা যায়, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য।
যদি আজাদ হোসেন সম্পর্কে কোনো তথ্য আপনার জানা থাকে, দয়া করে নিকটস্থ থানায় অথবা প্রসূন আজাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।


























