রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২০ জুলাই ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
শেয়ার

শুটিংয়ে ফিরলেন সাফা কবির


শুটিংয়ে ফিরলেন সাফা কবির

অভিনয়ে কিছুটা বিরতি নিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী সাফা কবির। ঈদের ছুটি শেষে এবার শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন নিজ জেলা বরিশালে টানা এক সপ্তাহ কাজ শেষে ঢাকায় ফিরে এসেই নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে।

বরিশালের গৌরনদীতে তার দাদাবাড়ি আর মায়ের বাড়ি বরিশাল সদরে হলেও সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তবুও নিজের শিকড়ের টান তিনি ভোলেন না। বললেন, ‘আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে।’

শুটিংটি হয়েছে বরিশালে সাফার নিজ গ্রামে। তবে নাটকটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি। অভিনেত্রী জানান নাটকটির সঙ্গে জড়িত সবাই বরিশালের। পরিচালক, শিল্পী, ক্যামেরাম্যান থেকে শুরু করে ইউনিটের সবার বাড়ি এই অঞ্চলে। টানা এক সপ্তাহ শুট করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন অভিনেত্রী।

সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় হলেও তার দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। নিজ গ্রামে শুটিং করে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে জানান নিজের কিছু অনুভূতির কথা। বললেন, ‘আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে। এবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ মনভরানো সফরে লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।

এরপর সাফা লেখেন, ‘প্রতিবার বরিশালে গেলেই একটা গভীর, অজানা টান অনুভব করি মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি আমি পাই, তা আর কোথাও পাই না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই, বরিশালের কাদা মাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির গন্ধ, আর অবশ্যই মুখরোচক খাবার।’

আগের চেয়ে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন সাফা কবির। মানসম্মত গল্প ও চরিত্রের বাইরে এখন অভিনয় করেন না তিনি। তারই ধারাবাহিকতায় গেল ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। নাটকগুলো দর্শক মহলে প্রশংসিত হয়েছে।