
বলিউডের সুপারস্টার শাহরুখ খান তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ঘটনাটি ঘটে, যেখানে পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত একটি হাই-অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল।
পেশিতে আঘাত পাওয়ায় তাকে জরুরি চিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হচ্ছে। খবর নিউজএইটিন, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই স্টান্ট করার সময় তিনি ব্যথা পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ করা হয়নি। শাহরুখের টিমের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খান বেশ কিছু দিন ধরে মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এর মাঝেই বলিউড বাদশাহ পেশিতে চোট পেয়েছেন। পরিস্থিতি এতই গুরুতর যে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, উচ্চ-অকটেন স্টান্ট করার কারণে আঘাত পেয়েছেন বলে মনে করা হচ্ছে। এ কারণে শাহরুখকে তার টিমের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। চিকিৎসকরা তাকে কমপক্ষে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে ছবির কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে।
আঘাতের কারণে জুলাই থেকে আগস্ট পর্যন্ত নির্ধারিত ‘কিং’ ছবির শ্যুটিং স্থগিত করা হয়েছে। শাহরুখ সম্পূর্ণ সুস্থ হয়ে সেটে ফিরে আসার পর, আবার পরবর্তী শ্যুটিং শুরু হবে। ছবির শ্যুটিং সেপ্টেম্বর অথবা অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। ‘কিং’ শাহরুখ খানের অন্যতম বহুল প্রতীক্ষিত একটি ছবি। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি ‘পাঠান’ এবং ‘ওয়ার’র মতো ব্লকবাস্টার ছবির জন্য পরিচিত। ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে ডিজিটাল মাধ্যমে আত্মপ্রকাশের পর সুহানা এই ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এই ছবিতে শাহরুখ খান ও সুহানা ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি এবং জ্যাকি শ্রফ।


























