
নিতেশ তিওয়ারির পরিচালনায় আসছে বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ’, যেখানে রাম চরিত্রে আছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে থাকছেন সাই পল্লবী এবং রাবণ হিসেবে দক্ষিণী তারকা যশ। এই মহাকাব্যিক প্রজেক্ট নিয়ে যখন আলোচনার ঝড়, তখন অনেকেই ভুলে গেছেন—তিন দশক আগেই বলিউড একবার এই রামায়ণ বানাতে গিয়েছিল, আর তাতে রামের ভূমিকায় ছিলেন সালমান খান! তবে এক অপ্রত্যাশিত রোমান্স আর পারিবারিক দ্বন্দ্বে সেই প্রকল্প থেমে যায় শুরুতেই।
সোহেল খানের পৌরাণিক স্বপ্ন
১৯৯০-এর দশকের শুরুর দিকে, সোহেল খান ‘আউজার’ দিয়ে পরিচালনায় পা রাখার পর তার দ্বিতীয় প্রজেক্ট হিসেবে নিয়েছিলেন ‘রামায়ণ’-এর বিশাল বাজেটের এক ছবি। এতে রামের চরিত্রে থাকতেন ভাই সালমান খান, আর সীতার ভূমিকায় ছিলেন সে সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। পুজা ভাটও যুক্ত হয়েছিলেন এই সিনেমায়। শুটিংয়ের প্রায় ৪০ শতাংশ হয়ে গিয়েছিল তখনই। সালমান খান তখন রামের পোশাকে, ধনুক-বাণ হাতে পোস্টারে হাজির হয়ে ছবির প্রোমোশনও শুরু করে দেন।
রোমান্সে ভেঙে গেল সিনেমা
মিড-ডে ও ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন অনুসারে, শুটিং চলাকালীন সময়ে সোহেল খান ও পুজা ভাটের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক এতটাই গভীর হয়ে উঠেছিল যে, ১৯৯৫ সালের দিকে পুজা প্রকাশ্যে বিয়ের ইচ্ছাও প্রকাশ করেন।
তবে এই সম্পর্ক মেনে নিতে পারেননি খান পরিবারের অভিভাবক সালিম খান। তিনি সোহেলকে সম্পর্ক শেষ করতে বলেন। এর ফলে পুজা ভাট রীতিমতো আঘাত পান এবং প্রকল্প থেকে বেরিয়ে আসেন। এরপরই বিশাল বাজেটের রামায়ণ থেমে যায় চিরতরে। সালমান খান চেষ্টা করেও সিনেমাটিকে টিকিয়ে রাখতে পারেননি।
রামায়ণ ফিরে আসছে আরও বড় পরিসরে
তিন দশক পর সেই থেমে যাওয়া রামায়ণ আবার ফিরছে, এবার আরও বড় ও ব্যয়বহুল রূপে। নিতেশ তিওয়ারির পরিচালনায়, যিনি এর আগে ‘দঙ্গল’ ও ‘ছিছোড়ে’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন, ‘রামায়ণ’ নির্মিত হচ্ছে দুই পর্বে। সহ-প্রযোজক হিসেবে আছেন নামিত মালহোত্রা এবং অভিনেতা যশ। ধারণা করা হচ্ছে, এটি হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।
সূত্র: টাইমস আব ইন্ডিয়া


























