রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট দেশজুড়ে ২০ জুলাই ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা



চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সাংবাদিকদের বলেন, “বাসটিতে কেউ আগুন দিয়েছে, নাকি এটি দুর্ঘটনাবশত নিজে থেকেই আগুন ধরে গেছে—তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর মধ্যেই এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Ask ChatGPT