রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২০ জুলাই ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শেয়ার

কিংবদন্তি পরিচালক চন্দ্র বারোট আর নেই


chandra-barotনন্দিত বলিউড নির্মাতা ও ‘ডন’ খ্যাত কিংবদন্তি পরিচালক চন্দ্র বারোট আর নেই। রোববার (২০ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

চন্দ্র বারোট দীর্ঘ সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত ছিলেন। প্রথমে তাঁকে জসলোক হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে গুরু নানক হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর স্ত্রী দীপা বারোট জানান, “তিনি দীর্ঘদিন ধরেই পালমোনারি ফাইব্রোসিসের সঙ্গে লড়াই করছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।”

বারোটের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড পরিচালক ও ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আধুনিক রূপকার ফারহান আখতার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “চন্দ্র বারোটজির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। তিনি কিংবদন্তি এবং ‘ডন’-এর নির্মাতা হিসেবে চিরস্মরণীয়। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

চন্দ্র বারোট ১৯৭৮ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ পরিচালনার মাধ্যমে বলিউডে স্থায়ী জায়গা করে নেন। এই সিনেমাটি কেবল সুপারহিটই নয়, বরং বলিউডের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ছবি হিসেবে বিবেচিত হয়। ‘ডন’-এর জনপ্রিয়তা এতটাই ব্যাপক ছিল যে পরবর্তীতে শাহরুখ খানকে নিয়ে এর রিমেক তৈরি হয়, যার তৃতীয় কিস্তি নিয়ে ২০২৩ সালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বারোটের অনুপ্রেরণা।

চলচ্চিত্রজীবনের শুরুর দিকে তিনি মনোজ কুমারের সহকারী হিসেবে কাজ করেছিলেন এবং ‘পূর্ব অউর পশ্চিম’ (১৯৭০), ‘ইয়াদগার’ (১৯৭২), ‘শোর’ (১৯৭২) ও ‘রোটি কাপড়া অউর মকান’ (১৯৭৪)-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে অভিজ্ঞতা অর্জন করেন।

‘ডন’ এর পর ১৯৮৯ সালে বারোট পরিচালনা করেন বাংলা ছবি ‘আশ্রিতা’, যা বক্স অফিসে ৩ কোটি রুপি আয় করে। এছাড়াও তাঁর অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘নীল কো পাকড়না ইম্পসিবল’, ‘হংকং ওয়ালি স্ক্রিপ্ট’ এবং ‘প্যায়ার ভরা দিল’ (১৯৯১)।

চন্দ্র বারোটের অবদান ভারতীয় চলচ্চিত্রে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নির্মিত কাজ নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বহুদিন।