
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ ছয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান ছয় জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২)। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহত ব্যক্তিরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ট্রাকটির সাথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় রাজশাহী থেকে ঢাকা অভিমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত দুই জনের মধ্যে এক জনকে বড়াইগ্রামের আমেনা হাসপাতাল এবং আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ছয় জন নিহতের তথ্য নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।



























