তিউনিশিয়ায় অবৈধভাবে অবস্থান করা ১৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে ইকে-৫৮২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তা করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বাংলাদেশি নাগরিক অনিয়মিতভাবে তিউনিশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। ইউরোপে পৌঁছানোর আশায় তারা মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে তিউনিশিয়ায় প্রবেশ করেন। সেখানে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
প্রত্যাবাসনের পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা। এসময় অনিয়মিত পথে বিদেশে যাওয়ার ঝুঁকি ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয় প্রত্যাবাসিতদের কাছে—যাতে তারা নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেন।
আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের সহায়তা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে তিউনিশিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করে যাচ্ছে।