
বেইজিংয়ে চলছে ২৪তম চায়না ইন্টারনেট কনফারেন্স। যেখানে উঠে এসেছে দেশের ডিজিটাল অবকাঠামো এবং ইন্টারনেট প্রবেশাধিকার বৃদ্ধির অগ্রগতির কথা। ইন্টারনেট কনফারেন্সের তথ্যমতে, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১১০ কোটি। এতে করে ইন্টারনেট প্রবেশাধিকার হার পৌঁছেছে ৭৯.৭ শতাংশে, যা বিশ্বে সর্বোচ্চ।
চীনে টেলিকম ও ইন্টারনেট কোম্পানির সংখ্যা ৯৪ হাজার থেকে বেড়ে ১ লাখ ৮৭ হাজার হয়েছে। শীর্ষ ১০টি ইন্টারনেট কোম্পানির সম্মিলিত রাজস্ব ২.৪ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ ট্রিলিয়ন ইউয়ানে।
বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম ৫জি ও গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক পরিচালনা করছে। দেশটিতে ৪৪ লাখ ৮৬ হাজার ৫জি বেইস স্টেশন রয়েছে এবং ৫জি ব্যবহার ৭৮ শতাংশে পৌঁছেছে। গিগাবিট ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি। চলতি বছরের প্রথমার্ধে চীনে মোবাইল ইন্টারনেট ডেটা ব্যবহার ১৬.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৬.৭ বিলিয়ন গিগাবাইটে।