রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ জুলাই ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার

ফেনীতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, গুরুতর আহত ১


ফেনীতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ফেনীতে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। ফেনীর পরশুরাম পৌরসভার বাশপদুয়া সীমান্তে হত্যার এই ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পরশুরাম উপজেলার বাঁশপদুয়া এলাকার মো. ইউসুফের ছেলে মো. মিল্লাত (২১), গাছি মিয়ার ছেলে মো. লিটন (৩২) এবং আহত মো. আফসার (৩২)।

ফেনীর পরশুরাম পৌরসভার বাশপদুয়া এলাকার

ফেনী ৪ বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টায় পরশুরাম পৌরসভা এলাকার বাশপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন, মো. লিটন ও মো. আফসার নামের তিন বাংলাদেশি আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেন মারা যান। অন্যদিকে মো. লিটনকে (৩২) ভারতের অংশে আহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তারও মৃত্যু হয়। তার লাশ আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।