রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট বিনোদন ২৫ জুলাই ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার

মঞ্চ পরিবেশনার জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক নিলেন উর্বশী


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা আবারও শিরোনামে। সম্প্রতি তিনি সৌদি আরবের জেদ্দায় একটি মঞ্চ পরিবেশনার জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ৭ কোটি রুপি—যা ভারতীয় মুদ্রায় নজিরবিহীন এবং সৌদি রিয়ালে প্রায় ৩৪ লাখের সমান। এর আগে কোনো ভারতীয় অভিনেত্রী এমন পারিশ্রমিক পাননি।

৩১ বছর বয়সী উর্বশী ২০১৫ সালে মিস ডিভা – মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতে একই বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি সানি দেওল ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন এবং বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও নিজের অবস্থান গড়ে তুলেছেন।

তবে অভিনয়ে তার সফলতার চেয়ে ব্যর্থতার সংখ্যাই বেশি। তারপরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া জগতে চরম জনপ্রিয়। দামি পোশাক, বিলাসবহুল ব্যাগ, গয়না ও ব্যতিক্রমী জীবনযাপন নিয়ে প্রায়শই তিনি আলোচনায় থাকেন। একবার জন্মদিনে সোনার কেক কেটে চমকে দিয়েছিলেন, আবার কখনও দেখা গেছে ২৪ ক্যারেট সোনার ফোন কভারের ঝলক দেখাতে।

সৌদি আরব সফরে গিয়ে উর্বশী রাউতেলাকে জেদ্দা রাজ্যে দেওয়া হয়েছে উষ্ণ ও হৃদয়ছোঁয়া অভ্যর্থনা। তার শো ছিল হাউসফুল—অর্থাৎ গোটা অডিটোরিয়াম ছিল দর্শকে ঠাসা। মঞ্চে তার ঝলমলে পারফরম্যান্স মুগ্ধ করেছে সবাইকে। এই অভাবনীয় পারিশ্রমিক ও অভ্যর্থনা আবারও প্রমাণ করলো, উর্বশী শুধুই অভিনেত্রী নন, এক অনন্য তারকা।

সূত্র: ইন্ডিয়া ডটকম