রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২৫ জুলাই ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার

শাবনূরের নামে ফেসবুকে ভেরিফায়েড ফেইক পেইজ


shabnurজনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নামে একটি প্রতারক চক্র ভুয়া ফেসবুকে পেজ খুলে তা ভেরিফায়েড করে নিয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকালে পরিচিতজনদের কাছ থেকে লিংক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন তিনি।

শাবনূর জানান, পেজটি ভেরিফায়েড হলেও তা পরিচালনা করছেন প্রতারকরা। সেখানে ব্যবহার করা হয়েছে তার আসল ছবি ও তথ্য, যা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। তার আশঙ্কা, ওই চক্রের কাছে হয়তো তার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে, না হলে পেজটি ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে সত্যায়িত করা সম্ভব হতো না।

তিনি বলেন, “ফেসবুকে আমার নামে শত শত পেজ ও আইডি রয়েছে। কিন্তু এই পেজটি ভেরিফায়েড হওয়ায় সবাই ভাবতে পারে সেটিই আমার। সেই সুযোগে তারা আমার নাম ব্যবহার করে যেকোনো অপরাধ করতে পারে। এর দায় আমার নয়, তবে ক্ষতিটা আমারই হবে।”

শাবনূর জানিয়েছেন, তিনি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং সাইবার নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানাবেন। তার অনুরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন প্রতারকদের খুঁজে বের করে আইনের আওতায় আনে।

তিনি আরও জানান, ভুয়া পেজটির ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজারের বেশি। তার আসল পেজ বা আইডি থেকে কিছু পোস্ট করার পরপরই তা নকল পেজে প্রকাশ করা হয়, যেন সেটিই তার মূল একাউন্ট বলে সবাই বিশ্বাস করে।

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে তার একমাত্র সন্তান আইজান নিহান পড়াশোনা করছে। চলচ্চিত্রে তিনি এখন অনিয়মিত হলেও ভক্তদের মাঝে তার জনপ্রিয়তা এখনও অটুট।