বলিউডের অন্যতম ফিটনেস আইকন অক্ষয় কুমার দীর্ঘ ১২ বছর পর আবারও র্যাম্পে হাঁটলেন। পরিচিত ডিজাইনার ফাল্গুনী শেন পিকক-এর ফ্যাশন শোতে অংশ নিয়ে রাজকীয় লুকে মঞ্চ মাতালেন এই অভিনেতা। আইভরি রঙের বন্ধগলা শেরওয়ানি, কালো সানগ্লাস ও রুপালি জুতা পরে অক্ষয় হাজির হন এক ভিন্নমাত্রার সাজে।
তবে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি ট্রোলের শিকার হয়েছেন তিনি একটি গাছের ডাল হাতে নিয়ে র্যাম্প হাঁটার কারণে। শো-এর ভিডিওতে দেখা যায়, র্যাম্পের চারপাশে থাকা গাছ থেকে একটি ডাল ছিঁড়ে সেই পাতাভর্তি ডাল হাতে নিয়ে পোজ দিচ্ছেন অক্ষয়। এরপর থেকেই শুরু হয় ট্রোল।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “এভাবে গাছের ডাল কে ছেঁড়ে?” আরেকজন মন্তব্য করেন, “হাতে কারি পাতা নিয়ে কেন হাঁটলেন বুঝলাম না!” তৃতীয়জন ঠাট্টা করে লেখেন, “হয়তো পাতা চিবিয়ে বিমল খাওয়ার বদভ্যাস ত্যাগ করতে চাইছেন!”
অভিনেতার ভক্তরা একদিকে তার লুকের প্রশংসা করলেও, এমন আচরণে কেউ কেউ হতাশও হয়েছেন। কেউ এটিকে পরিবেশবিরোধী আচরণ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনা আবারও প্রমাণ করল, র্যাম্পে অক্ষয় কুমার মানেই আলোচনার কেন্দ্রবিন্দু!
উল্লেখ্য, র্যাম্প নিয়ে অক্ষয় কুমার এর আগেও বিতর্কে জড়িয়েছেন। ২০০৯ সালে এক ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটার সময় স্ত্রী টুইঙ্কেল খানের হাতে নিজের প্যান্টের বোতাম খুলিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ঘটনায় থানায় এফআইআরও দায়ের হয়েছিল অশ্লীলতার অভিযোগে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


























