
বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা অবশেষে মুখ খুললেন ‘ড্রিম গার্ল ২’-এ অনন্যা পাণ্ডের তার জায়গা নেওয়া নিয়ে চলা গুঞ্জন নিয়ে। ২০১৯ সালের সফল চলচ্চিত্র ‘ড্রিম গার্ল’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হলেও দ্বিতীয় পর্বে নুশরাতকে দেখা যায়নি, যা ভক্তদের দৃষ্টিগোচর হয়।
সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি বলেন, পেশাগত প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং শিল্পীসুলভ ব্যথা থেকেই কিছু চরিত্রে অভিনয়ের ইচ্ছা জাগে তার।
‘তুলনার কোনো মানে হয় না’
নুশরাত বলেন, অনেক চলচ্চিত্র আছে যেগুলোতে অভিনয়ের ইচ্ছা ছিল, এমনকি যেগুলোর অংশ আমি ছিলাম না। আমি মাঝে মাঝে চরিত্র দেখে ভাবি— ইশ, আমিও যদি করতে পারতাম! কিন্তু আমি কখনও কারো সঙ্গে তুলনায় যাই না বা ভাবি না আমি করলে ভালো করতাম।
‘প্রতিটি অভিনেতা নিজস্ব কিছু নিয়ে আসে’
তিনি আরও বলেন, প্রতিটি অভিনেতা তার নিজস্ব অভিব্যক্তি, অভিজ্ঞতা আর কল্পনার জগৎ থেকে কোনো চরিত্রে প্রাণ দেন। তাই অন্যের পারফরম্যান্সের সঙ্গে নিজেকে তুলনা করাটা আমার কাছে অভিনয়শিল্পের প্রতি অন্যায় মনে হয়।
নুশরাত জানান, অভিনয় তার জন্য খুব ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, যেখানে অভিনেতার নিজস্ব ব্যাখ্যার পাশাপাশি পরিচালক ও চিত্রনাট্যের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘ড্রিম গার্ল ২’-এর গল্প
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্রিম গার্ল ২’ পরিচালনা করেন রাজ শান্ডিল্য এবং প্রযোজনা করেন একতা কাপুর ও শোভা কাপুর, বলাজি মোশন পিকচার্স ব্যানারে। এটি ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ড্রিম গার্ল’-এর সিক্যুয়েল।
ফিল্মটিতে আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে, পরেশ রাওয়াল, অন্নু কাপুর, রাজপাল যাদব, বিজয় রাজ, অসরানি, অভিষেক ব্যানার্জি এবং সীমা পাহওয়া অভিনয় করেছেন।
প্রসঙ্গত, মূল ‘ড্রিম গার্ল’ ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে নুশরাত ভারুচা ছিলেন কেন্দ্রীয় নারী চরিত্রে। কিন্তু সিক্যুয়েলে সেই জায়গায় নেয়া হয় অনন্যা পাণ্ডেকে।
নুশরাতের মতে, এই পরিবর্তন নিয়ে তার কোনও অভিযোগ নেই। বরং তিনি মনে করেন, প্রতিটি শিল্পী তার মতো করেই নিজের জায়গা তৈরি করে নেয়।
সূত্র: টাইমস আব ইন্ডিয়া


























