রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৮ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শেয়ার

তারা ছিল ‘ঈশ্বরের শহীদ সৈনিক’



বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত, যিনি এর আগেও মুম্বাইয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ও আধ্যাত্মিক বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি সুশান্ত সিং রাজপুত, দিশা সালিয়ান ও জিয়া খানকে ‘ঈশ্বরের শহীদ সৈনিক’ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন—তাদের মৃত্যু ছিল না শুধু মানসিক দ্বন্দ্ব বা বিষণ্নতার ফল, বরং লুকিয়ে থাকা অন্ধকার সত্যের নির্মম শিকার।

ইনস্টাগ্রাম পোস্টে তনুশ্রী লিখেছেন, “আমরা সবাই ঈশ্বরের এই শহীদ সৈনিক—সুশান্ত, দিশা, জিয়া এবং অন্যদের জন্য প্রার্থনা করবো। এটাই আমাদের সহায়তা করার পথ—ঈশ্বরের সন্তানদের জন্য প্রার্থনা। আমরা জানি না তারা কত বড়ো লড়াই করেছিল এবং কী ভয়ংকর শক্তির বিরুদ্ধে সেই লড়াই ছিল।”

তিনি বলেন, “বিষণ্নতা বা ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প বানিয়ে ফেলা সহজ। কিন্তু না—এই পৃথিবীতে এমন কিছু দুষ্ট মানুষ আছে যারা অন্যের কষ্টকে পুঁজি করে নিজেদের স্বার্থসিদ্ধি করে। ঈশ্বরের এই নিষ্পাপ সন্তানরা সেই লোভ, ক্ষমতার লালসা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।”

“তারা যুদ্ধে লড়েছিল, এবং আমরা সত্য জানার অধিকার রাখি” তনুশ্রীর কথায়, এই তারকারা শুধু তারকা ছিলেন না, তারা ছিলেন ‘আত্মার যোদ্ধা’। কিন্তু বলিউডের আলো ঝলমলে দুনিয়ার আড়ালে এক ভয়াবহ অন্ধকার রয়েছে, যা বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে।

উল্লেখ্য, তনুশ্রী দত্ত এর আগেও ইন্ডাস্ট্রির ভেতরের নানা অনিয়ম ও ‘মাফিয়া কালচারের’ বিরুদ্ধে মুখ খুলেছেন। তার বক্তব্য অনুযায়ী, সুশান্ত, দিশা বা জিয়ার মতো অনেকে হয়তো মুখ খুলতে চেয়েছিলেন, কিন্তু প্রতিকূল অবস্থার শিকার হন।

এই বার্তার মাধ্যমে তনুশ্রী আবারও আলোচনায় এনেছেন বলিউডের সেই না বলা গল্পগুলো—যেখানে আত্মহত্যার গল্পের পেছনে হয়তো চাপা পড়ে আছে নৃশংসতা, চক্রান্ত আর ক্ষমতার নিষ্ঠুর খেলা।

সূত্র: টাইমস আব ইন্ডিয়া