
প্রথমে ঠিক ছিল ২৪ জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। তবে রাজধানীর একটি স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে স্থগিত করা হয় সিনেমাটির ওটিটি মুক্তি।
অবশেষে নতুন মুক্তির দিন ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। এবার ৩১ জুলাই থেকে দর্শক ঘরে বসেই উপভোগ করতে পারবেন সানী সানোয়ার পরিচালিত এই রহস্য-রোমাঞ্চে ভরপুর চলচ্চিত্রটি।
ঈদের সিনেমার পর এবার ‘কর্মফল’-এর পালা
বর্তমানে একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে—ঈদ বা প্রেক্ষাগৃহে আলোচনায় থাকা সিনেমাগুলো পরবর্তীতে ওটিটিতে মুক্তি পাচ্ছে। এবারের কোরবানির ঈদেও এমন চিত্র দেখা গেছে। ঈদুল ফিতরের আলোচিত চারটি সিনেমার পর এবার কোরবানির ঈদের ছবি ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে ওটিটি যাত্রা।
ধর্ষণ-খুনের জটিল রহস্য, তদন্তে নামেন লিনা
চলচ্চিত্রটির গল্পে দেখা যায়, এক জেলাজুড়ে তিন তরুণীর খুন ও ধর্ষণের ঘটনা নাড়া দেয় সবাইকে। তদন্তে নেমে পড়েন এক সাহসী পুলিশ কর্মকর্তা লিনা, যিনি ধীরে ধীরে হয়ে ওঠেন মূল রহস্যের নিয়ন্ত্রক চরিত্র। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
প্রথমবার পুলিশের ভূমিকায় বাঁধন
চলচ্চিত্রে পুলিশের ভূমিকায় এটাই বাঁধনের প্রথম কাজ। চরিত্রটিকে প্রাণবন্ত করতে তিনি দিয়েছেন শতভাগ। শুরুর দিকে হলে দর্শক কম থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটি পেয়েছে প্রশংসা ও জনপ্রিয়তা। প্রচার প্রচারণায় প্রতিদিনই একাধিক হলে ছুটে গিয়েছেন বাঁধন নিজে।
অভিনয় করেছেন আরও অনেকে
‘এশা মার্ডার: কর্মফল’–এ বাঁধনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজসহ আরও অনেকে।


























