২০১৭ সালের একটি সিনেমার পোস্টার ঘিরে হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে তিনি সম্প্রতি জলন্ধরের একটি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন মঞ্জুর করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে রাজকুমার রাও দ্রুত আদালতে উপস্থিত হন এবং আত্মসমর্পণ করেন। মামলাটি ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত হওয়ায় বিচারক উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনবেন বলে জানিয়েছেন। যদিও এখনো পর্যন্ত রাজকুমার রাও বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অভিযোগের সূত্রপাত ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বহেন হোগি তেরি’ ছবির একটি পোস্টার থেকে। সেখানে রাজকুমার রাওকে শিবের বেশে একটি মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায়। এই চিত্রটি ঘিরে জলন্ধরের স্থানীয় শিবসেনা নেতারা তীব্র আপত্তি জানান। তাদের অভিযোগ, এটি হিন্দু ধর্মের অবমাননা।
এই অভিযোগের ভিত্তিতে ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং রাজকুমার রাওয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগটি প্রায় আট বছর আগে দায়ের হলেও, আদালতে এটি পুনরায় তোলা হয়েছে সম্প্রতি। এখন দেখা যাবে—পরবর্তী শুনানিতে মামলার কী গতিপ্রকৃতি হয়।


























