
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) দাখিল করা ক্লোজার রিপোর্টের পরিপ্রেক্ষিতে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছে মুম্বাইয়ের একটি আদালত।
সিবিআই গত মার্চ মাসে পাঁচ বছর পুরোনো এই মামলার ক্লোজার রিপোর্ট বান্দ্রার একটি ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেয়। পরে বিষয়টি স্থানান্তর করা হয় মুম্বাইয়ের এসপ্লানেড আদালতে, যেখানে সিবিআই–সম্পর্কিত মামলাগুলোর শুনানি হয়।
এসপ্লানেড আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর. ডি. চাবান চলতি মাসের শুরুতে মামলার মূল অভিযোগকারী ও ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে রিয়া চক্রবর্তীকে নোটিশ পাঠান। কারণ, রিয়াই আগে রাজপুতের দুই বোন এবং এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন—তাদের দায়েই সুশান্তের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১২ আগস্ট।

সিবিআই দীর্ঘ তদন্ত শেষে মামলাটির ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে। এখন আদালতের সিদ্ধান্ত হবে—রিপোর্ট গ্রহণ করা হবে কিনা, নাকি নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হবে। তদন্ত চলাকালে সুশান্তের প্রেমিকা হিসেবে পরিচিত রিয়া চক্রবর্তীসহ তার ঘনিষ্ঠজনদের জবানবন্দি রেকর্ড করে সিবিআই। পাশাপাশি সুশান্তের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও সংগ্রহ করা হয়।
প্রসঙ্গত, বিহারের বাসিন্দা সুশান্ত সিং রাজপুত (৩৪) ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যান। আত্মহত্যা সন্দেহে এই মৃত্যু নিয়ে দেশজুড়ে শুরু হয় বিতর্ক ও চাঞ্চল্য।
রাজপুতের বাবা কেকে সিং পাটনায় রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এরপর বিহার পুলিশ তদন্ত শুরু করলেও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। কেকে সিংয়ের অভিযোগ ছিল, রিয়া ও তার পরিবারের সদস্যরা সুশান্তের অর্থ আত্মসাৎ করেছিলেন। যদিও রিয়া বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে সে অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: পিটিআই


























