নব্বইয়ের দশকের ঢাকাকে ঘিরে নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। যদিও এখনো সিনেমার নাম প্রকাশ করা হয়নি, তবে এ নিয়ে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নানা গুজব।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন—সিনেমাটি ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে এবং শাকিব খানই নাকি সেই চরিত্রে অভিনয় করছেন। এমন গুজব সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় দর্শকমহলে।
তবে বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতির মাধ্যমে এই গুঞ্জনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা।
প্রযোজক জানান, “আমাদের সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়। এটি ঢাকার ৯০-এর দশকের পটভূমিতে নির্মিত এক ফিকশনাল গল্প, যেখানে থাকবে অ্যাকশন, রোমান্স, ক্রাইম ও পারিবারিক ড্রামার মিশেল।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “না আমরা, না পরিচালক—কোথাও কখনও বলিনি যে এটি কালা জাহাঙ্গীরের বায়োপিক। দয়া করে অফিশিয়াল ঘোষণার আগে বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে মতামত গঠন করবেন না।”
উল্লেখ্য, গত বছরই একই নির্মাতা আবু হায়াত মাহমুদ ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনভিত্তিক একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন সিনেমাটিতে মোশাররফ করিম ও শরিফুল রাজ-এর নাম এসেছিল আলোচনায়। এমনকি মগবাজারে একটি সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি।
এরপর দীর্ঘ সময় চুপ থাকার পর হঠাৎ করেই শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক। এ থেকেই অনেকেই ধরে নেন, শাকিবকে নিয়েই ‘কালা জাহাঙ্গীর’ প্রকল্পটি নতুনভাবে সাজানো হচ্ছে।
তবে এবার নির্মাতা পরিষ্কার জানিয়ে দিলেন, এই সিনেমার সঙ্গে কালা জাহাঙ্গীরের কোনো সম্পর্ক নেই।
সিনেমাটির নাম আগস্ট মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রযোজক। থাকছে ‘চমক’ও। সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্য করেছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
শুটিং শুরু হবে নভেম্বর মাসে। তবে শাকিব খানের বিপরীতে কে বা কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে এই বড় বাজেটের সিনেমা।


























