রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শেয়ার

টম ক্রুজ ও আনা দে আরমাসের প্রেম নিয়ে গুঞ্জন



হলিউড তারকা টম ক্রুজ ও অস্কার মনোনীত কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের প্রেম নিয়ে চলমান গুঞ্জন যেন দিনকে দিন আরও জোরালো হচ্ছে।

গত ২৬ জুলাই (২০২৫) ভারমন্টে একসঙ্গে সময় কাটানোর সময় হাতে হাত ধরে ঘুরতে দেখা যায় এই তারকা যুগলকে। একইসঙ্গে পাপারাজ্জির ক্যামেরাবন্দি এই মুহূর্তটি যেন কয়েক মাসের প্রেম-গুঞ্জনে একরকম সিলমোহরই বসিয়ে দিল।

লন্ডনের ডিনার থেকে শুরু

প্রথমবার ফেব্রুয়ারিতে লন্ডনে একসঙ্গে রাতের খাবারে দেখা গিয়েছিল তাদের। তখন অনেকেই বলেছিলেন, এটি নিছকই প্রফেশনাল বৈঠক। এমনকি সেই সময়কার সাক্ষাৎকে ঘিরে একটি সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছিল, তারা তাদের এজেন্টদের সঙ্গেই ছিলেন এবং ভবিষ্যতের কোনো কাজ নিয়ে আলোচনা করছিলেন। তখন বলা হয়েছিল, “তাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্কের আভাস ছিল না, বরং দুজন বন্ধু হিসেবেই সময় কাটিয়েছেন।”

তারপর একের পর এক একসঙ্গে দেখা

তবে এরপর থেকে প্রায় প্রতি মাসেই কোনো না কোনোভাবে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। মার্চে হেলিকপ্টারে লন্ডনে আসা, এপ্রিলেও স্পেন থেকে লন্ডনে ফেরত একইভাবে হেলিকপ্টারে যাত্রা—এই সফরেও আনার দুই পোষা কুকুর ‘এলভিস’ ও ‘সালসা’ ছিল সঙ্গে।

১৮ এপ্রিল ছিল আনা দে আরমাসের ৩৭তম জন্মদিন। সেদিন তাদের একসঙ্গে পার্কে হাঁটতে দেখা যায়। মে মাসে ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টি থেকেও একসঙ্গে বেরিয়ে আসেন তারা।

জুলাইয়ে স্পেনে ইয়ট ভ্রমণ, লন্ডনের ওয়েম্বলিতে ওয়েসিস ব্যান্ডের কনসার্টে অংশগ্রহণ এবং অবশেষে ভারমন্টে হাতে হাত ধরা—এসবই যেন ইঙ্গিত দিচ্ছে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

একসঙ্গে কাজেও যুক্ত

এখন জানা গেছে, তারা একটি নতুন সুপারন্যাচারাল ওশান থ্রিলার ‘ডিপার’ ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। পরিচালনা করবেন ‘এজ অব টুমরো’-খ্যাত ডগ লাইম্যান। আগস্ট ২০২৫ থেকে শুরু হচ্ছে এর শুটিং। ছবিতে একজন নভোচারীকে কেন্দ্র করে কাহিনি গড়ে উঠেছে, যিনি গভীর সমুদ্রে এক ভয়াবহ শক্তির মুখোমুখি হন।

পরস্পরের প্রতি প্রশংসা

টম ক্রুজ সম্প্রতি মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং-এর প্রিমিয়ারে আনার কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আনা খুবই প্রতিভাবান। ওর কমেডিক সেন্স, ড্রামাটিক অ্যাক্টিং সব কিছু অসাধারণ।”

আনাও দ্য ভারাইটি-কে বলেন, “টম শুধু আমার কাজ না, সব সিনেমার জন্যই সাপোর্টিভ। তবে উনি ‘ব্যালেরিনা’ দেখে প্রশংসা করেছেন, এটা আমার জন্য খুব স্পেশাল।”

টমের স্টান্ট দেখে মুগ্ধ আনা

২০২৩ সালে একটি সাক্ষাৎকারে আনা দে আরমাস বলেন, “মিশন ইম্পসিবলে টম নিজের স্টান্ট নিজেই করে, এটা সত্যিই অবিশ্বাস্য। আমি এখন বুঝি সে এত ঝুঁকি নেয় কেন।”

সম্পর্কের সত্যতা?

যদিও এখনও পর্যন্ত টম ক্রুজ বা আনা দে আরমাসের পক্ষ থেকে কেউই সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি, তবে এইভাবে একসঙ্গে ঘোরাঘুরি, একাধিকবার দেখা হওয়া, একসঙ্গে কাজ করার প্রস্তুতি—সবকিছু মিলিয়ে বলিউড হোক বা হলিউড, প্রেম যে চাপা থাকেনা, তা আবারও প্রমাণ হলো।

তবে তারা সত্যিই প্রেম করছেন কি না, তা হয়তো সময়ই বলে দেবে।