রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৩১ জুলাই ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

সিনেমা হিট করাতে মিথ্যার আশ্রয়, ক্ষমা চাইলেন আমির খান


amir-khan

ফাইল ছবি

বলিউড তারকা আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। অথচ সিনেমার মুক্তির সময় তিনি জানিয়েছিলেন, এটি ইউটিউবে প্রকাশ পাবে না। তবে ইউটিউব মুক্তি নিয়ে আগের বক্তব্যে কেন ভিন্নতা—সেই প্রশ্নে মুখ খুলেছেন আমির।

সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, “যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন সিনেমাটি ইউটিউবে আসবে কি না, আমি তখন না বলেছিলাম। হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। তখন সত্য বলা সম্ভব ছিল না।”

আমির জানান, থিয়েটার ব্যবসা রক্ষার স্বার্থেই তাঁকে মিথ্যা বলতে হয়েছে। “আমি সিনেমা এবং থিয়েটারের প্রতি সবসময় অনুগত। তাই চেয়েছিলাম প্রথম পর্যায়ের এই পরীক্ষা সফল হোক। আমি জানতাম, যদি তখনই ইউটিউব মুক্তির কথা বলি, তবে থিয়েটারে দর্শক কমে যাবে।”

২০০৭ সালের আলোচিত সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল এই ‘সিতারে জামিন পার’। এতে অভিনয় করেছেন আমির খান ও জেনেলিয়া ডি’সুজা।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য আরও চমক অপেক্ষা করছে। পরবর্তী সময়ে আমিরকে দেখা যাবে রজনীকান্তের ‘কুলি’ সিনেমায়। পাশাপাশি, তিনি প্রযোজনা করছেন ‘লাহোর ১৯৪৭’—যেখানে মুখ্য ভূমিকায় আছেন সানি দেওল ও প্রী