
ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত।
বহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাকসুদুর রহমান এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মেহেদী হাসান, মো. জনি মোল্যা, রাসেল শেখ, ওয়্যারলেস পাড়া এলাকার রাজেস রবি দাস, গোয়ালচামট এলাকার রবিন মোল্যা। এদের মধ্যে রাসেল শেখ পলাতক রয়েছে। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন ইজিবাইক ক্রেতা রাজবাড়ী জেলার মজলিশপুর এলাকার বাদশা শেখ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ নভেম্বর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শওকত মোল্লার ইজিবাইক ভাড়া করে কয়েকজন যুবক। পরে তারা শওকত মোল্লাকে শহরের বাইপাশ এলাকায় নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে আদালতে চার্জসিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে পাঁচজনকে ফাঁসির আদেশ এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।



























