রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৩১ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শেয়ার

লাগেজ চুরির দাবি করায় তীব্র ট্রলের শিকার উর্বশী


বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা দাবি করেছেন, উইম্বলডন ২০২৫ চলাকালীন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে তার মূল্যবান লাগেজ চুরি হয়েছে। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি তার এমিরেটস ফ্লাইটের টিকিট ও ব্যাগেজ ট্যাগের ছবি প্রকাশ করে দ্রুত সহযোগিতা চেয়েছেন।

উর্বশী ইনস্টাগ্রামে লেখেন, “অন্যায় সহ্য করা মানেই তা আবারও ডেকে আনা। আমরা ‘ডিওর’ এর ব্রাউন ব্যাগেজটি গ্যাটউইক বিমানবন্দর এর ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়েছে, মুম্বাই থেকে এমিরেটসে আসার পর। ব্যাগের ট্যাগ ও টিকিট ছবিতে যুক্ত। জরুরি ভিত্তিতে সহযোগিতা কামনা করছি।”

উর্বশীর এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তীব্রভাবে ট্রল করা শুরু করেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, “সেই তথাকথিত ‘সৌন্দর্যের দেবী’ আর ‘বলিউড ডিভা’ একটা ‘ডিওর’ ব্যাগ হারিয়ে কান্নাকাটি করছে? এটা তো খুবই সস্তা মনে হচ্ছে।”

আরেকজন লিখেছেন, “উইম্বলডন থেকে ফিরে আসার পথে লাগেজ হারানো প্রথম ভারতীয় হয়তো উর্বশীই।”

উর্বশী উইম্বলডনে থাকার সময় ‘লাবুবু’ নামের একাধিক পুতুল হাতে ক্যামেরাবন্দি হয়েছিলেন, সেই প্রসঙ্গ টেনে এক নেটিজেন রসিকতা করে লেখেন, “হয়তো তোমার লাবুবুরাই ব্যাগ নিয়ে পালিয়েছে!”

সূত্র: ডিএনএ ইন্ডিয়া