কলকাতায় অবৈধভাবে বসবাস এবং ভারতীয় ভুয়া নথি ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। বুধবার (৩০ জুলাই) রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের নজরে আসেন শান্তা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় নাগরিকত্বের ভুয়া নথি—ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড।
তদন্তে উঠে আসে, ২০২৩ সালে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন শান্তা এবং যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে তার ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবং তিনি তা নবায়ন করেননি। এমনকি তার পাসপোর্টের মেয়াদও চলতি বছরেই শেষ হয়েছে।
কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন শান্তা পাল। সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই মামলার তদন্তে গিয়ে পুলিশ তার ঠিকানা এবং কাগজপত্রে অসঙ্গতি লক্ষ্য করে। পরে জানা যায়, তিনি আসলে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের দুই নামি ব্র্যান্ডের মডেল ছিলেন এবং একাধিক বিউটি কনটেস্টেও অংশ নিয়েছেন।
লালবাজারের গুণ্ডাদমন শাখা প্রাথমিক তদন্তে জানতে পারে, শান্তার নামে বর্ধমান জেলার একটি ঠিকানা থেকে ২০২০ সালে ভারতীয় আধার কার্ড ইস্যু করা হয়েছিল। কলকাতার বিক্রমগড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি এবং দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় তার নামে নিয়মিত ইলেকট্রিক বিল যেত।
তদন্তে আরও জানা যায়, তিনি ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ খেতাব জয় করেছিলেন। এছাড়া তার ফ্ল্যাটে তল্লাশিতে বাংলাদেশি একাধিক পাসপোর্ট, বাংলাদেশ এয়ারওয়েজের এমপ্লয়ি আইডি (যেখান থেকে জানা গেছে তিনি কেবিন ক্রু হিসেবে কাজ করতেন), এবং বাংলাদেশের সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে।
শান্তা পাল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগার হিসেবেও পরিচিত। তার স্বামী ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বর্তমানে তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ফ্ল্যাট থেকে পাওয়া নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার (৩০ জুলাই) তাকে আদালতে তোলা হলে, বিচারক ৮ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২০ সালে শান্তা পাল ‘মি টু’ অভিযোগ তুলেছিলেন টলিউড পরিচালক ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রাক্তন স্বামী রাজীব কুমারের বিরুদ্ধে। সিনেমায় কাজের সুযোগের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন তিনি।
মডেলিং, অভিনয় ও সোশ্যাল মিডিয়া কাজের পাশাপাশি তিনি বাংলাদেশের একাধিক টেলিভিশন চ্যানেলে সঞ্চালনার কাজও করেছেন। ২০১৯ সালে কেরালায় অনুষ্ঠিত ‘মিস এশিয়া গ্লোবাল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শান্তা এবং একটি তামিল চলচ্চিত্রে অভিনয়ের কথাও জানিয়েছিলেন।


























