
অত্যাধুনিক হাইপারস্পেকট্রাল ক্যামেরা চীনের একদল গবেষক। স্ন্যাপশট কমপ্রেসিভ ইমেজিং প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত অপটিক্যাল হার্ডওয়্যার ও ইন্টেলিজেন্ট অ্যালগরিদমের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জার্নাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি সূত্রে এই তথ্য জানিয়েছে চায়না ডেইলি।
হাইপারস্পেকট্রাল ক্যামেরায ছবি আরও স্পষ্টভাবে দেখাবে।
এই ক্যামেরা দৃশ্যমান আলো (৪০০ ন্যানোমিটার) থেকে শুরু করে ইনফ্রারেড আলো (১,০০০ ন্যানোমিটার) পর্যন্ত ১০০টির বেশি বর্ণালীর ব্যান্ডে আলো বিশ্লেষণ করতে পারে। একবারের এক্সপোজারে এটি ১০২৪ বাই ১০২৪ পিক্সেল রেজোলিউশনে ১০০টি ধারাবাহিক স্পেকট্রাল চ্যানেলের ছবি তুলতে সক্ষম, যা সাধারণ চোখে ধরা পড়বে না।
এই ক্যামেরা কৃষিক্ষেত্রে ফসলের রোগের লক্ষণ ও জমিতে বিষাক্ত উপাদান শনাক্ত করতে পারবে। পরিবেশ পর্যবেক্ষণে শৈবাল বৃদ্ধির বিস্তার, ভারী ধাতুর দূষণ ও পানিতে দ্রবীভূত রাসায়নিক উপাদানও শনাক্ত করতে পারবে এটি। শিল্পোৎপাদন, চিকিৎসা গবেষণা এবং বিদ্যুৎ লাইনের ত্রুটি খুঁজতেও রয়েছে এর ব্যবহার।