
এশিয়া কাপের ঠিক আগে উত্তেজনা বাড়িয়ে দিল সংযুক্ত আরব আমিরাত। আয়োজক দেশটি ঘোষণা দিয়েছে একটি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের আয়োজন, যেখানে অংশ নিচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আমিরাত। সিরিজটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সিরিজ শুরু হবে ২৯ আগস্ট, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এরপর সাত ম্যাচ শেষে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
এই সিরিজের ঠিক পরদিনই অর্থাৎ ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। ফলে এই ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণকারী দলগুলোর জন্য পর্যাপ্ত বিশ্রামের সুযোগ থাকছে না।
ঘোষিত সূচি অনুযায়ী, পাকিস্তানকে টানা দুই দিনে খেলতে হবে—২৯ আগস্ট আফগানিস্তান ও ৩০ আগস্ট আমিরাতের বিপক্ষে। আফগানিস্তানকেও টানা দুটি ম্যাচ খেলতে হবে ১ ও ২ সেপ্টেম্বর। একইভাবে আমিরাত দল ৪ ও ৫ সেপ্টেম্বর খেলবে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে।
সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি:
২৯ আগস্ট: পাকিস্তান বনাম আফগানিস্তান
৩০ আগস্ট: পাকিস্তান বনাম আমিরাত
১ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম আমিরাত
২ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম পাকিস্তান
৪ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আমিরাত
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম আমিরাত
৭ সেপ্টেম্বর: ফাইনাল ম্যাচ
এই প্রস্তুতি সিরিজ এশিয়া কাপের আগে দলগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দলগুলো এই ম্যাচগুলোতে মূল একাদশের সম্ভাব্য কম্বিনেশন ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে।