রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১ অগাস্ট ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
শেয়ার

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান


প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

তথ্যটা অনেকের কাছেই চমকে ওঠার মতো। বলিউডে যিনি কিং খান নামে পরিচিত, যাকে বলা হয় বাদশাহও। যার ঝুলিতে অসংখ্য অসংখ্য সুপারহিট ছবি সেই শাহরুখ খান এবারই প্রথম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন! ঠিক তাই, ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান।

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আর সেখানেই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আছে শাহরুখের নাম। ২০২৩ সালের চলচ্চিত্র থেকে সেরাদের দেওয়া হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাহরুখের মতো বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রানি মুখার্জিও প্রথমবারের মতো পাচ্ছেন জাতীয় পুরস্কার।

অবশ্য শ্রেষ্ঠী অভিনেতা হিসেবে শাহরুখের সাথে আরও একজন আছেন। ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্ত ম্যাসিকে নিয়ে অবশ্য এবার চর্চা বেশি হচ্ছিল। শাহরুখের নাম অনেকটা চমক হিসেবেই এসেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ও জনপ্রিয় এই অভিনেতা।

এত লম্বা এবং সফল ক্যারিয়ারে শাহরুলখ খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়া এক ধরণের বিস্ময়ই বলা চলে। যদিও এক সাক্ষাৎকারে শাহরুখ মজা করে বলেছিলেন, আমি যতোদিন না জাতীয় পুরস্কার পাই, ততদিন অন্তত অভিনয় বন্ধ করব না।

তবে কি শাহরুখের অভিনয়ে ইতি টানার সময় চলে এলো! না, শাহরুখ ভক্তরা নিশ্চয়ই সেটা মানবেন না।