ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এ এক দারুণ আনন্দের খবর। ইতিহাসের অন্যতম সেরা ফুটবল তারকা, আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি আসছেন ভারতের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী ১৪ ডিসেম্বর তিনি সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি ব্যাট হাতে ক্রিকেট খেলতেও দেখা যেতে পারে তাকে!
টাইমস অব ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝিতে তিন দিনের সফরে ভারতে আসছেন মেসি। তিনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে, দিল্লি এবং কলকাতায় বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর তার উপস্থিতি নিশ্চিত করেছে স্টেডিয়ামের একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, “হ্যাঁ, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। একটি টিকিট-কাটাকরণযোগ্য অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজক প্রতিষ্ঠান উইজক্রাফট এর জন্য অনুমতি চেয়েছিল এবং মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অ্যাপেক্স কাউন্সিল সভায় সেটি অনুমোদন দেওয়া হয়েছে।”
বিশেষ আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে, মেসি সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবুও এই খবরেই উচ্ছ্বসিত মেসি-ভক্তরা। ফুটবলের রাজপুত্রকে ব্যাট হাতে দেখার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে এবার!
মেসির ভারত সফরে শুধু মুম্বাই নয়, কলকাতাও রয়েছে গুরুত্বপূর্ণভাবে। সেখানে ইডেন গার্ডেন্সে তাকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মেসি শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক।
তবে এটাই মেসির প্রথম ভারত সফর নয়। এর আগেও তিনি এসেছিলেন ২০১১ সালের সেপ্টেম্বরে। তখন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন।
ভারতীয় মাটিতে এবার মেসির আগমন শুধু ফুটবলের জন্য নয়, ক্রিকেটপ্রেমীদের জন্যও হতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ফুটবল মাঠে রাজত্ব করা এই মহানায়ককে যদি ক্রিকেট মাঠে ব্যাট হাতে দেখা যায়—তা হবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক স্বপ্নপূরণ।




























