প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একজোড়া মোজা নিলামে বিক্রি হয়েছে মোটা অঙ্কের অর্থে। বুধবার (৩০ জুলাই) ফ্রান্সের নিম শহরে আয়োজিত নিলামে প্রায় ৬,৬০০ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকারও বেশি দামে বিক্রি হয় ২৮ বছরের পুরোনো এই মোজা। খবরটি প্রকাশ করেছে ইয়াহু ডটকম।
নিলামকারীর নাম আরোর ইলি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, ১৯৯৭ সালের জুলাই মাসে নিম শহরে ‘হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট শেষে মাইকেল জ্যাকসন তার ড্রেসিং রুমে মোজাটি ফেলে যান। পরে সেটি কুড়িয়ে নেন একজন টেকনিশিয়ান।
প্রথমে ধারণা করা হয়েছিল, মোজাটি ৩ থেকে ৪ হাজার ইউরো দামে বিক্রি হতে পারে। তবে সেটি ছাড়িয়ে গিয়ে মোজাটি বিক্রি হয় প্রায় দ্বিগুণ দামে। নিলামকারী আরোর ইলি বলেন, “সত্যি এটি একটি ব্যতিক্রমী জিনিস। মাইকেল জ্যাকসনের ভক্তদের কাছে এটি শুধু একটি মোজা নয়, বরং একটি আবেগের স্মারক।”
ইন্টারেনচিয়ার্স ডটকমের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালের সেই কনসার্টে মাইকেল জ্যাকসনের পায়ে ছিল সাদা অ্যাথলেটিক মোজা, যা কাচ দিয়ে সজ্জিত ছিল। বিখ্যাত পারফরম্যান্স ‘বিলি জিন’-এর সময় তার পায়ে এই মোজা দেখা যায় বলে নিশ্চিত করা হয়েছে একটি ভিডিও ক্লিপে।
নিলামে তোলা মোজার ছবিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকার কারণে মোজায় কিছু দাগ পড়েছে এবং কাচের টুকরোগুলো কিছুটা হলদেটে হয়ে গেছে।
মাইকেল জ্যাকসন ১৯৫৮ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ২৫ জুন পৃথিবী থেকে বিদায় নেন। বিশ্ব সংগীত অঙ্গনের কিংবদন্তি এই তারকার ছোট্ট একটি স্মারকও ভক্তদের কাছে বহুমূল্য সম্পদের মতো বিবেচিত হচ্ছে, যার সর্বশেষ প্রমাণ এই ব্যতিক্রমী নিলাম।


























