রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১ অগাস্ট ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শেয়ার

শাহরুখ, বিক্রান্ত, রানী: কে পেলেন কত রুপি পুরস্কার


শাহরুখ খান, রানী মুখার্জি ও বিক্রান্ত ম্যাসি

ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি) কর্তৃক ২০২৩ সালে অনুমোদিত সেরা চলচ্চিত্র ও পারফরম্যান্সগুলোর স্বীকৃতিস্বরূপ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে ১ আগস্ট ২০২৫ তারিখে।

বিজয়ীদের প্রদান করা হবে স্বর্ণ কমল (গোল্ডেন লোটাস) বা রজত কমল (সিলভার লোটাস) পদক এবং নগদ অর্থ পুরস্কার। অনুষ্ঠানটি সাধারণত ঘোষণার এক বছর পর আয়োজিত হয়।

স্বর্ণ কমল বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হবে ৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা), আর রজত কমল বিজয়ীরা পাবেন ২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা)।

স্বর্ণ কমল প্রাপ্তদের তালিকা:

সেরা ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে ‘টুয়েলভথ ফেল’। এর প্রযোজক ভিসি ফিলমস এলএলপি এবং পরিচালক বিদু বিনোদ চোপড়া – উভয়েই পাবেন স্বর্ণ কমল ও ৩ লাখ রুপি করে।

‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে সেরা মনোরঞ্জনধর্মী চলচ্চিত্রের পুরস্কার। প্রযোজক ধর্মা প্রোডাকশনস এবং পরিচালক করন জোহর – দু’জনেই পাবেন স্বর্ণ কমল ও ৩ লাখ রুপি করে।

সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার সুদীপ্ত সেন। তিনিও পাবেন স্বর্ণ কমল ও ৩ লাখ রুপি।

সেরা প্রথম চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন মারাঠি পরিচালক আশীষ বেন্দে, তার চলচ্চিত্র ‘আত্মাপ্যাম্পলেট’ এর জন্য। তাকেও দেওয়া হবে স্বর্ণ কমল ও ৩ লাখ রুপি।

রজত কমল প্রাপ্তদের তালিকা:

সেরা অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। তারা দু’জনেই পাবেন একটি করে রজত কমল, এবং ২ লাখ রুপি যৌথভাবে ভাগ করে নেবেন।

সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। তিনি পাবেন রজত কমল ও ২ লাখ রুপি।

সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে যৌথ পুরস্কার পেয়েছেন ভিজয়ারাঘবন ও মুথুপেট্টাই সোমু ভাস্কার। প্রত্যেককে দেওয়া হবে রজত কমল, এবং ২ লাখ রুপি যৌথভাবে ভাগ করে দেওয়া হবে।

সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে বিজয়ী ঊর্বশী ও জানকি বোধিওয়ালা – তারাও পাবেন একইভাবে রজত কমল ও যৌথ ২ লাখ রুপি।

সেরা পুরুষ ও নারী প্লেব্যাক গায়ক হয়েছেন পিভিএন এস রোহিত ও শিল্পা রাও। প্রত্যেকেই পাবেন রজত কমল ও ২ লাখ রুপি।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া