
শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ৩৯ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বার্তায় জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন। চূড়ান্ত সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও ধারণা করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতিরই অংশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশিদেরও নিয়মিত ফেরত পাঠানো হচ্ছে।
গত কয়েক বছরে ধাপে ধাপে আরও ১১৮ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। আজকের ঘটনাও সেই চলমান উদ্যোগেরই অংশ, যা অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি শক্ত বার্তা বহন করে।
এদিকে ফেরত আসা বাংলাদেশিদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে। এর প্রেক্ষিতে, ফেরত পাঠানোর সময় তাদের সঙ্গে কোনো শারীরিক বা অবমাননাকর আচরণ করা হয়নি এবং অন্যান্য দেশের নাগরিকদের মতো তাদের হাতকড়াও পরানো হয়নি বলে জানানো হয়েছে।