
আবারও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক, গীতিকবি ও চলচ্চিত্র সমালোচক জনি হক। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৮৩তম আসরে ভোটিং প্যানেলে জায়গা পেয়েছেন তিনি। গত বছর ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রথমবার আন্তর্জাতিক ভোটার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান তিনি।
শুক্রবার (১ আগস্ট) গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন দেশের ৩৮৯ জন ভোটারের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশিত হয়েছে।
নিজের প্রতিক্রিয়ায় ব্যাপারটিকে অনেক বড় সম্মানের বিষয় উল্লেখ করে জনি হক বলেন, আমার ভোটে নির্বাচিত হবেন গোল্ডেন গ্লোবসের মনোনীত ও বিজয়ীরা। বৈশ্বিক এই আয়োজনে একজন বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করতে পারা ও ভোট প্রদানের সুযোগ পাওয়া আমার কাছে গর্বের ব্যাপার।’
লম্বা সময় ধরে বাংলাদেশের বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত আছেন জনি হক। দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। ২০১৫ সাল থেকে টানা সাতবার ও সব মিলিয়ে আটবার কান চলচ্চিত্র উৎসব কভার করার অভিজ্ঞতা আছে তার। দক্ষিণ কোরিয়ায় বুসান চলচ্চিত্র উৎসবও কভার করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও তার পরিচিতি আছে। ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা গীতিকার হিসেবে পুরস্কার জিতেছেন তিনি।
এদিকে, জনি হকের পাশাপাশি ৮৩তম গোল্ডেন গ্লোবসের আন্তর্জাতিক ভোটার তালিকায় আছেন বাংলাদেশের আরও চার জন। তারা হলেন সাদিয়া খালিদ ঋতি, আদর রহমান, মনজুরুল আলম ও পার্থ সঞ্জয়।


























