
২০২৫ সালের অন্যতম বড় চমক হয়ে উঠেছে ‘সাইয়ারা’। জুলাই ১৮ তারিখে মুক্তি পাওয়া এই মিউজিক্যাল ব্লকবাস্টার ইতোমধ্যেই আয় করেছে ৪০০ কোটিরও বেশি, আর বড় পর্দায় এখনও রাজত্ব করছে ছবিটি। এই সিনেমা রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে নবাগত আহান পাণ্ডে এবং আনিত পাড্ডাকে। তবে সাফল্যের মূল চাবিকাঠি – এর হিট গান।
ডিএনএ ইন্ডিয়া ভলছে, ফাহিম আবদুল্লাহ-র গাওয়া সিনেমার টাইটেল ট্র্যাক ‘সাইয়ারা’ সারা দেশের জেনারেশন জেড-কে মুগ্ধ করে তুলেছে। গানটি এ বছর চার্টব্রেকিং ট্র্যাকে পরিণত হয়েছে। তবে এবার এই গান নিয়ে এক ভিন্ন আবেগ ছড়িয়ে পড়েছে। এআই এর মাধ্যমে তৈরি হয়েছে কিংবদন্তি কিশোর কুমার-এর কণ্ঠে ‘সাইয়ারা’র একটি ভার্সন!
ভাইরাল কিশোর কুমার ভার্সন: নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা
ইনস্টাগ্রামে @Vintagewithneha নামের এক ব্যবহারকারী একটি রিল শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে কিশোর কুমার ও মধুবালাকে একটি গাড়ির দৃশ্যে। পাশাপাশি একটি ফ্রেমে কিশোর কুমারকে দেখা যাচ্ছে একা হাঁটছেন, আর পেছনে বাজছে ‘সাইয়ারা’ গান – তবে কিশোর কুমারের কণ্ঠে!

এআই ব্যবহার করে তৈরি এই ভিডিও এতটাই নিখুঁত যে অনেকেই বুঝে উঠতে পারছেন না এটি আসলে জেনারেটেড। একজন মন্তব্য করেছেন, “এটা তো আসল গান থেকেও ভালো।” আরেকজন লিখেছেন, “পুরো গান চাই!” আরও একজনের মন্তব্য, “মনেই হচ্ছে না এটা কৃত্রিম, যেন কিশোর দা-ই গেয়েছেন!”
‘সাইয়ারা’ ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি এবং প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মস-এর সিইও অক্ষয় বিদানী। ছবিতে আরও অভিনয় করেছেন শান গ্রোভার, রাজেশ কুমার, এবং গীতা আগরওয়াল।২০২৫ সাল ‘সাইয়ারা’ নামেই স্মরণীয় হয়ে থাকবে—আর এআই-র কল্যাণে সেই স্মৃতি আরও বেশি আবেগঘন হয়ে উঠছে দর্শকদের জন্য।


























