রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২ অগাস্ট ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার

নেটবিহীন ছোট্ট গ্রামের সাঞ্জুর পপ তারকা হয়ে ওঠার গল্প



মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা তরুণ শিল্পী সাঞ্জু রাঠোর এখন ভারতের সংগীত জগতে এক পরিচিত নাম। তার মারাঠি পপ গান ‘গুলাবি শাড়ি’ ও ‘শ্যাকি’ ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। কিন্তু এই খ্যাতির পেছনে লুকিয়ে রয়েছে এক কঠিন সংগ্রাম, হৃদয়ভাঙার কষ্ট আর অক্লান্ত পরিশ্রমের কাহিনি।

দ্য বেটার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাঞ্জুর শৈশব কেটেছে ধনওয়াড় নামের একটি ছোট্ট গ্রামে, যেখানে মাত্র ৫০টি বাড়ি, ছিল না ইন্টারনেট কিংবা কোনো সংগীত শিক্ষক। যন্ত্রকৌশলের ছাত্র থাকাকালীন সাঞ্জু ছিলেন ভীষণ লাজুক ও অন্তর্মুখী। এতটাই চুপচাপ যে মঞ্চে কথা বলাও এড়িয়ে যেতেন—গান গাওয়া তো দূরের কথা!

সবকিছু পাল্টে যায় যখন সাঞ্জুর জীবনে আসে প্রথম ভালোবাসার এবং যা ভেঙে যায়। সেই কষ্ট ভুলতে তিনি লেখালেখি শুরু করেন। তাল মিলিয়ে আসে সুর, আসে গান। ধীরে ধীরে সংগীত হয়ে ওঠে তার আত্মপ্রকাশের প্রধান মাধ্যম।

স্থানীয় কিছু অনুষ্ঠানে প্রশংসা পেয়ে উৎসাহিত হয়ে ২০১৭ সালে সাঞ্জু এক সাহসী সিদ্ধান্ত নেন। কলেজ ছেড়ে মুম্বাই চলে যান স্বপ্নপূরণের আশায়।

কিন্তু সঙ্গে ছিল না টাকা, পরিচিত কেউ, এমনকি কোনো বিকল্প পরিকল্পনাও নয়। বন্ধুদের সঙ্গে ছোট ভাড়া বাসায় থাকতেন, কোনো রকমে জীবন চালাতেন। তার সম্বল ছিল মাত্র একটি পুরনো ল্যাপটপ আর একজোড়া ইয়ারফোন।

সংগ্রাম ছিল চরম, তবে থেমে যাননি সাঞ্জু। ধীরে ধীরে তার গান পৌঁছাতে থাকে মানুষের মনে। আজ তিনি এক ভাইরাল পপ সেনসেশন, যার গান বাজছে লাখো মানুষের প্লেলিস্টে।