রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩ অগাস্ট ২০২৫, ৭:০২ পূর্বাহ্ন
শেয়ার

৩০ বছর ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার মায়েদের উৎসর্গ করলেন রানী



চলচ্চিত্রে তিন দশকের দীর্ঘ যাত্রার পর অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রশংসিত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এর জন্য তিনি সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় পুরস্কার ঘোষণা হওয়ার পর এক বিবৃতিতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে রানী বলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এ আমার অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে আমি অভিভূত। কাকতালীয়ভাবে, এটি আমার ৩০ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার। একজন অভিনেত্রী হিসেবে আমি বরাবরই দর্শকের ভালোবাসা পেয়ে এসেছি, তবে এই স্বীকৃতি এক অন্যরকম অনুভূতি। জাতীয় পুরস্কার জুরি বোর্ডকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

রানী মুখার্জি আরও বলেন, “আমি এই অর্জনটি আমার পুরো টিমের সঙ্গে ভাগ করে নিতে চাই—আমার প্রযোজক নিকখিল আদভানি, মনীষা ও মধু, পরিচালক আশিমা চিব্বার এবং আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যের সঙ্গে, যাঁরা মা-হওয়ার জেদ ও সংগ্রামকে ঘিরে এমন একটি গভীর গল্প পর্দায় তুলে এনেছেন।”

শেষে তিনি লেখেন, “এই পুরস্কার আমার জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং এটি আমার ৩০ বছরের কর্মজীবনের প্রতি শ্রদ্ধা, আমার অভিনয়ের প্রতি নিষ্ঠা এবং এই সিনেমা ও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আমার ভালোবাসার প্রমাণও।”

রানি এই সম্মাননা উৎসর্গ করেছেন সকল মায়েদের, যাঁদের অসীম ধৈর্য ও আত্মত্যাগ এই চলচ্চিত্রের মূল প্রেরণা।

সূত্র: হিন্দুস্থান টাইমস