রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৩ অগাস্ট ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
শেয়ার

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা


shamolকন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। সেখানে দেখা যায়, কোলে একরত্তি মেয়েকে জড়িয়ে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে সদ্যজাতের মুখ দেখাতে একেবারেই নারাজ এই অভিনেতা। তাই তো সন্তানের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন।

সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘এ নিউ স্টার কামস টু প্ল্যানেট।’ একই পোস্টে ‘সানাভ মাওলা’ হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন তার কন্যার নামও ‘সানাভ মাওলা’।

২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা।

একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে। এর বাইরে একটি অমনিবাস চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি নতুন আরেকটি সিরিজে অভিনয়ের কথাবার্তা চলছে।