রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৩ অগাস্ট ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
শেয়ার

নিউইয়র্কে ছেলেকে নিয়ে শাকিব, সঙ্গে বুবলী


shakib-khanযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবার একসঙ্গে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে। রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই তিনজনকে, যার ছবি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন শাকিব খান, বীর ও বুবলী। শাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর, আর পেছনে রয়েছেন মা বুবলী। জনাকীর্ণ এলাকা এড়িয়ে নিরিবিলি পরিবেশে ছেলেকে সময় দিতেই রুজভেলট আইল্যান্ডকে বেছে নিয়েছেন তারা—এমনটাই ধারণা।

এর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছিলেন শাকিব। সে সময় বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ এবার ছোট ছেলে বীরের জন্যও তেমনই একটি স্মৃতি রচনা করতে চাচ্ছেন তিনি।

শাকিব খান কিছুদিন আগেই নিউ ইয়র্কে পৌঁছান। এরপর গুঞ্জন ছিল, বুবলীও যাচ্ছেন ছেলের সঙ্গে সময় কাটাতে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। সফরে কয়েক দিনের জন্য ছেলেকে কাছে পাচ্ছেন শাকিব খান। চলতি মাস শেষের আগেই তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।