রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

কোহলির সঙ্গে প্রেমের গুজব নিয়ে অবশেষে মুখ খুললেন তামান্না



চলচ্চিত্রের পাশাপাশি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ও প্রেমজীবনের জন্যও সবসময় আলোচনায় থাকেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীর প্রেমঘটিত সম্পর্ক বহুবার সংবাদমাধ্যম ও ট্যাবলয়েডের শিরোনামে এসেছে। বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে জড়ানোর অনেক আগেই তামান্নার নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। এতদিন এই সম্পর্ক নিয়ে চুপ থাকলেও এবার বহু বছরের পুরনো গুঞ্জনের জবাব দিলেন তিনি।

“বিরাটকে আমি একদিনের জন্যই দেখেছি”

সম্প্রতি লাল্লনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্নাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি আদৌ বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন? জবাবে তামান্না বলেন,“আমার খুব খারাপ লাগে, কারণ আমি ওকে মাত্র একদিনের জন্যই দেখেছি। সেই বিজ্ঞাপনের শুটিংয়ের পর ওর সঙ্গে আর কখনো দেখা বা কথাও হয়নি। না আমি ওর সঙ্গে যোগাযোগ করেছি, না ওর সঙ্গে কোথাও দেখা হয়েছে।”

পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাককেও জড়ানো হয়েছিল!

তামান্নার নাম শুধুমাত্র বিরাটের সঙ্গেই নয়, জড়ানো হয়েছিল পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাক এর সঙ্গেও। গুজব ছড়িয়েছিল, তারা নাকি গোপনে বিয়ে করেছিলেন! এ নিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে তামান্না বলেন, “মজা করতে করতেই আমার সঙ্গে আব্দুল রাজ্জাক! ইন্টারনেট একটা মজার জায়গা। অনলাইনে বলা হয়, আমি নাকি কিছুদিনের জন্য ওর স্ত্রী ছিলাম!”

তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোড় করে বলেন, “আমরা একটা জুয়েলারি শোরুমে গিয়েছিলাম, আর সেখানেই কাকতালীয়ভাবে ছবি ওঠে। খুবই বিব্রতকর একটা বিষয়। আমি দুঃখিত স্যার, আপনার তো দুই-তিনটা সন্তান আছে! আমি জানিও না আপনার জীবনে কী চলছে!”

বিজয় ভার্মার সঙ্গে অসম্পূর্ণ প্রেমের গল্প

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্ক শুরু হয় ‘লাস্ট স্টোরিজ’ প্রজেক্ট শেষ হওয়ার পর। ২০২৩ সালের জুনে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন। যদিও তাদের প্রথম একসঙ্গে প্রকাশ্যে আসা ছিল নতুন বছরের এক পার্টিতে, যা থেকেই গুঞ্জন ছড়ায়।

তবে দুই বছর পর ২০২৫ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তামান্না সম্পর্কটাকে আরও একধাপ এগিয়ে নিতে চাইলেও বিজয় তখনো প্রস্তুত ছিলেন না।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া