রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৪ অগাস্ট ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার

আসিফের নতুন গান ‘যত ভালোবাসি তোরে’ প্রকাশ


asif-akbarজনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আবারও হাজির হয়েছেন নতুন গানের উপহার নিয়ে। শনিবার (২ আগস্ট) ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘যত ভালোবাসি তোরে’। গানটির ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানি। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।

রোমান্টিক ঘরানার এই গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর। গানের প্রেমঘন আবহ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভিডিওতেও।

এর আগে ১০ জুলাই প্রকাশিত হয় আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’, যা লিখেছেন হাসানুজ্জামান মাসুম এবং সুর-সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অভিনয় করেছেন আসিফ, পরিচালনায় ছিলেন ইয়ামিন ইলান এবং ক্যামেরায় দিপু ইসলাম।

নতুন গান নিয়ে আশাবাদ ব্যক্ত করে আসিফ বলেন, “সবসময় শ্রোতা-দর্শকদের পছন্দ মাথায় রেখেই গান তৈরি করি। নতুন গানগুলো নিয়েও আশাবাদী। সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

গত কোরবানির ঈদে প্রকাশিত হয়েছিল আসিফের বিশেষ দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’। এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। মডেল হিসেবে ছিলেন মৌরি মাহদি।

ধারাবাহিকভাবে গান প্রকাশ করে আসিফ আকবর এক নতুন উৎসাহ ছড়িয়ে দিচ্ছেন শ্রোতাদের মাঝে। এখন অপেক্ষা-নতুন গানগুলো শ্রোতাদের মনে কতটা জায়গা করে নিতে পারে।