রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট প্রবাস ৪ অগাস্ট ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
শেয়ার

দুবাই প্রবাসী বাংলাদেশি দর্জির প্রথম টিকিটেই ২ কোটি দিরহামের লটারি জয়



দুবাইয়ে অবস্থানরত এক বাংলাদেশি দর্জি তার জীবনের প্রথম লটারির টিকিটেই জিতে নিলেন বিশাল অঙ্কের পুরস্কার। যার পরিমাণ ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ কোটি টাকা)।

১৮ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান এই বিপুল অর্থের মালিক হন ‘বিগ টিকিট’-এর সর্বশেষ ড্রতে। একান্ত নিজের উদ্যোগে প্রথমবারের মতো টিকিট কিনেই বদলে গেল তার জীবন।

“বন্ধুদের মুখে বিগ টিকিটের কথা শুনতাম। ভাবলাম একবার চেষ্টা করে দেখি। আবুধাবি গিয়ে ইন-স্টোর থেকে টিকিট কিনেছিলাম,” বলেন ৩৬ বছর বয়সী সবুজ।

সাধারণ একজন দর্জি হিসেবে সীমিত আয়ে পরিবার চালিয়ে আসছিলেন তিনি। তাই এই জয়ের খবর শুনে নিজেই হতবাক হয়ে যান। “আমি খুব সাধারণ একজন মানুষ। এই জয়ের ফলে আমার পরিবারের ভবিষ্যৎই বদলে যেতে পারে,” বলেন নতুন কোটিপতি।

তবে এত বড় অর্থ হাতে পেয়েও এখনই কোনো সিদ্ধান্ত নেননি তিনি। “আগে পরিবারের সঙ্গে কথা বলব। তারপর ভাবব কিভাবে এই অর্থ ব্যবহার করব। আপাতত শুধু কৃতজ্ঞতা প্রকাশ করছি,” বলেন সবুজ।

পারভেজ আনোয়ার হোসেন

আরেকজন বাংলাদেশির ভাগ্য খুলে দিল বিলাসবহুল রেঞ্জ রোভার

এই মাসে আরেক বাংলাদেশিও বড় পুরস্কার জিতেছেন। শারজাহ প্রবাসী ব্যবসায়ী পারভেজ আনোয়ার হোসেন (৪২) ‘বিগ টিকিট’ ড্রতে জিতে নিয়েছেন একটি নতুন রেঞ্জ রোভার ভেলার।

২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করা পারভেজ গত চার বছর ধরে প্রতি মাসে শারজাহ থেকে আবুধাবি গিয়ে নিজে গিয়ে টিকিট কিনতেন। “চার বছর ধরে প্রতিমাসে গাড়ি চালিয়ে গিয়ে টিকিট কিনেছি। আজ সেই অধ্যবসায় সফল হয়েছে,” বলেন তিনি।

গাড়িটি কীভাবে ব্যবহার করবেন তা এখনও ঠিক করেননি তিনি। তবে বললেন, “আমি ভবিষ্যতেও ‘বিগ টিকিট’ ড্রতে অংশ নেব। কারণ এটি আমাকে এবং আমার পরিবারকে প্রচণ্ড খুশি করেছে। অন্যদেরও বলব, অন্তত একবার চেষ্টা করুন।”

সূত্র: খালিজ টাইমস