রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ অগাস্ট ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস



ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছিলেন দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। তবে দুই সম্পর্কেরই ইতি টেনেছেন এই নায়ক। তবুও সময় ও পরিস্থিতিভেদে শাকিবকে দেখা যায় তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেও।

বর্তমানে শাকিব অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, আর তার সঙ্গে রয়েছেন শবনম বুবলী। তাদের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে ভক্ত-সাধারণের আগ্রহ তুঙ্গে। এ পরিস্থিতিতে অনেকেই জানতে চেয়েছেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়া।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আরও ছিলেন মডেল মারিয়া নূর, গায়িকা কোনাল, প্রযোজক আজিজ, ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা।

অনুষ্ঠানে সাংবাদিকরা শাকিব-বুবলীর মার্কিন সময় কাটানো প্রসঙ্গে অপুর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে—এটা অস্বাভাবিক নয়। যেমন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই বাস্তবতা।”

শাকিব খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, “আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”

তিনি যোগ করেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই পেশাদার শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।”

সন্তান আব্রাম খান জয়কে নিয়ে মাতৃত্বের ভাবনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, অভিনেত্রী হিসেবে আমি সফল হয়েছি। কিন্তু মা হিসেবে সফল হবো তখনই, যেদিন আমার সন্তানকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারব।