নারীদের প্রতিদিনের সাজের অপরিহার্য অংশ লিপস্টিক। ঠোঁটের রঙিন ছোঁয়া তাদের আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে নানা রকম স্বাস্থ্যঝুঁকি। লিপস্টিক তৈরিতে ব্যবহৃত কিছু রাসায়নিক পদার্থ শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
বিশেষ করে নিয়মিত ও অতিরিক্ত লিপস্টিক ব্যবহারে কিডনি, ফুসফুসসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই লিপস্টিক ব্যবহার করার সময় সচেতন হওয়া জরুরি, যাতে সৌন্দর্যের সঙ্গে স্বাস্থ্যও থাকে সুরক্ষিত।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ লিপস্টিকে ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়ামসহ নানা বিষাক্ত ধাতব উপাদান থাকে। নিয়মিত ব্যবহারে এসব উপাদান শরীরে জমে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষ করে যারা দিনে একাধিকবার লিপস্টিক ব্যবহার করেন, তাদের ঝুঁকি আরও বেশি। গবেষকরা বলছেন, গাঢ় রঙের লিপস্টিকে বিষাক্ত রাসায়নিকের মাত্রা আরও বেশি থাকে। দীর্ঘদিন ব্যবহারে শরীরে ক্যাডমিয়াম জমা হতে পারে, যা কিডনি ও ফুসফুসের ক্ষতি, হাড়ের রোগ এবং হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এমনকি এটি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে, শুধু লিপস্টিকই নয়, লিপ বামও ঠোঁটের জন্য নিরাপদ নয়। এতে থাকা প্যারাবেন জাতীয় উপাদান শরীরে প্রবেশ করলে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
তাই লিপস্টিক বা লিপ বাম কেনার সময় লেবেল দেখে, যতটা সম্ভব রাসায়নিকমুক্ত ও প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ পণ্য বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।