সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ৫ অগাস্ট ২০২৫, ২:২১ অপরাহ্ন
শেয়ার

রোবট করছে পিএইচডি


 

প্রযুক্তি বিশ্বে তাক লাগানোর মতই ঘটনা। একটি হিউম্যানয়েড রোবট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পিএইডডি করতে। তাও আবার নাট্যকলার মতো বিষয়ে। রীতিমতো চার বছর পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি নেবে সে। বিশ্বে বিরল এই ঘটনা ঘটতে যাচ্ছে চীনে।

রোবটটির নাম সুয়েবা ওয়ান। সুয়েবাকে চীনের খ্যাতনামা শাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে ভর্তি করানো হয়েছে। সেখানে সে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নেবে ডক্টরেট ডিগ্রি। চার বছর পরে রোবট সুয়ে হবে ড. সুয়েবা।

সুয়েবার নির্মাতা চীনের বিজ্ঞানী লি লিংতু এবং তার দল। রোবটটির নকশা করেছেন শাংহাই থিয়েটার একাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ বলা হচ্ছে সুয়েবাকে।

রোবট সুয়েবার বিকাশ শুরু হয় ২০২১ সালে। চার বছর পরে এসে এটি পিএইডি করার জন্য প্রস্তুত হয়েছে।

চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে—সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং এসব বিষয়ে দীক্ষা। রোবটটি ক্লাসরুমেও সাধারণ শিক্ষার্থীদের সাথে অংশ নেবে এবং গবেষণার কাজে যুক্ত হবে। সেইসঙ্গে তাকে শেখানো হবে নাটকের নানা তত্ত্ব।

রোবট সুয়েবার নির্মাতা বিজ্ঞানী লি লিংতু জানিয়েছেন, তাদের লক্ষ্য এমন এক পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝবে এবং শ্রোতাদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারবে। এছাড়া অভিনেতা-অভিনেত্রীরা একাধিক শোয়ের পর ক্লান্ত হয়ে যান। রোবট তা হবে না। পাশাপাশি এটি দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবেও কাজ করতে পারবে।