
মাত্র ১৮ বছর পূর্ণ করেছেন বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল। বয়সের সীমানা পেরিয়ে পা রেখেছেন প্রাপ্তবয়স্ক জীবনে। আর ঠিক তখনই স্প্যানিশ মিডিয়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন, আর্জেন্টিনার জনপ্রিয় র্যাপার নিকি নিকোলের সঙ্গে প্রেমে জড়িয়েছেন ইয়ামাল!
স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস সম্প্রতি একটি টিকটক ভিডিওতে এই চাঞ্চল্যকর দাবি করেছেন। ভিডিওতে তিনি বলেন, “আমার খুবই নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে সম্পর্কের সূচনা হয়েছে।”
হোয়োসের ভাষ্য অনুযায়ী, ইয়ামালের ১৮তম জন্মদিনের জমকালো পার্টিতে নাকি দুই তারকার মধ্যে বেশ ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গেছে। তাদের মধ্যে ফ্লার্টিংও ছিল চোখে পড়ার মতো।
তবে ঘটনার চূড়ান্ত পর্ব শুরু হয় জন্মদিনের ১১ দিন পর। হোয়োসের দাবি, এক রাতে স্পেনের একটি জনপ্রিয় সমুদ্রসৈকত ক্লাবে একসঙ্গে সময় কাটান ইয়ামাল ও নিকি। রাত ৪টার দিকে ক্লাব ত্যাগও করেন একসঙ্গে। ওই রাতেই নাকি চুম্বনের ঘটনাও ঘটে!

এর আগে সংগীতশিল্পী ফেদের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন নিকি নিকোল। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সার নম্বর ১০ জার্সি পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইয়ামাল। মাঠের বাইরের এই সম্পর্ক নিয়ে এখন ভক্তদের কৌতূহলের শেষ নেই।
যদিও এখনও পর্যন্ত নিকি নিকোল বা ইয়ামাল—কেউই সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে স্প্যানিশ মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন এই জুটিকে ঘিরে গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়া।





























