রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৫ অগাস্ট ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

কোরিয়ান অভিনেতা সঙ ইয়ং-কিউর মরদেহ উদ্ধার


Song-Young-Kyuদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সঙ ইয়ং-কিউ মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) সিউলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পুলিশ জানিয়েছে, এক পথচারী গাড়ির ভেতরে অচেতন অবস্থায় সঙ ইয়ং-কিউকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক তদন্তে কোনো আত্মহত্যার চিরকুট বা হত্যার আলামত মেলেনি।

জানা গেছে, মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে অভিনেতা সঙ ইয়ং-কিউ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তার ড্রাইভিং লাইসেন্স হারান। যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং কেবল প্রসিকিউশন সংস্থার হাতে হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেতা এবং একাধিক নাট্য ও টিভি প্রজেক্ট থেকে নিজেকে গুটিয়ে নেন। এমনকি তিনি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘শেক্সপিয়ার ইন লাভ’ থেকেও সরে দাঁড়ান।

ঘটনার পর সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়লে সঙ ইয়ং-কিউ মানসিক চাপে ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সঙ ইয়ং-কিউ মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৯৪ সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘জাদুকর মুরেউল’-এর মাধ্যমে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা ‘এক্সট্রিম জব’-এ ‘চিফ চোই’ চরিত্রে তার অভিনয় ব্যাপকভাবে আলোচিত হয়।

তার আকস্মিক মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সঙ ইয়ং-কিউয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।