
আবারও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন ও সচিবালয়ে আশেপাশে সভা, সমাবেশ নিষিদ্ধ করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ আগস্ট শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ থাকবে।