প্রযুক্তি বিশ্বে তাক লাগানোর মতই ঘটনা। একটি হিউম্যানয়েড রোবট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পিএইডডি করতে। তাও আবার নাট্যকলার মতো বিষয়ে। রীতিমতো চার বছর পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি নেবে সে।