সাবেক নৌবাহিনী প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার এডমিরাল
৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতে ধানমন্ডিতে তার বাসা মাহবুব ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে লন্ডন থেকে মাহবুব আলী খানের ছোট মেয়ে জুবাইদা রহমান এবং তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে জায়মা রহমান ভার্চুয়ালি অংশ নেন।
ঢাকার ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবন’ প্রয়াত মাহবুব আলী খানের সহধর্মিনী ইকবাল মান্দ বানু এবং পরিবারের সদস্যরা ছিলেন।
এছাড়াও মিলাদে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেন,বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, ইসমাইল জবিহউল্লাহ, আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, ফজলে এলাহী আকবর, আতিকুর রহমান রুমন,আন্দালিব রহমান পার্থসহ, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলীসহ পেশাজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
১৯৮৪ সালের ৬ আগস্ট মাহবুব আলী খান মারা যান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে নৌবাহিনী প্রধান মাহবুব আলী খান পরে সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।