রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৭ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে উৎপাদন না করলে চিপে ১০০ শতাংশ শুল্ক


chip

আমদানি করা সেমিকন্ডাক্টর বা চিপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এমন ঘোষণা দেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমদানি করা চিপ ও সেমিকন্ডাক্টরের ওপর প্রায় ১০০ শতাংশ শুল্ক বসাব। তবে যারা যুক্তরাষ্ট্রেই উৎপাদন করবে, তাদের জন্য কোনো চার্জ নেই।

এ সময় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়িয়ে ফোনে শুল্ক এড়াতে চাইছে অ্যাপল। এর আগে মে মাসে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত ফোনে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে।